Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

দাউদ রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি


সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিরাজগঞ্জের ভাঙনপ্রবণ চৌহালী উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার। তিনি বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম, চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী, পরিসংখ্যান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন, অতিরিক্ত উপজেলা প্রকৌশলী মো. আলমগীর হোসেন, জাইকার প্রতিনিধি কালী কৃষ্ণ, ডিএসবির উপ-পরিদর্শক এসআই আলী হোসেন এবং সিএ ইউসুফ আলী প্রমুখ।

সভায় বক্তারা চৌহালীর ভাঙন পরিস্থিতি, অবকাঠামো উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন ও সমন্বিত কাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।