উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এবং এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলা ও পৌর এলাকার ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ১১ প্রজাতির প্রায় ১৪ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল আমিন রাজু, এ্যাবের সাবেক সদস্য কৃষিবিদ মোনোয়ারুল ইসলাম বাবু, দিনাজপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা ও সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী এবং বাংলাদেশ ফিশিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক।
আলোচনা শেষে প্রধান অতিথি একটি চারা রোপণ করেন এবং পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় এমন কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যতেও বিএনপি এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।