Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
জুলাই ১১, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এবং এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচির আওতায় উপজেলা ও পৌর এলাকার ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ১১ প্রজাতির প্রায় ১৪ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল আমিন রাজু, এ্যাবের সাবেক সদস্য কৃষিবিদ মোনোয়ারুল ইসলাম বাবু, দিনাজপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা ও সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী এবং বাংলাদেশ ফিশিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক।

 

আলোচনা শেষে প্রধান অতিথি একটি চারা রোপণ করেন এবং পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় এমন কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যতেও বিএনপি এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।