নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ। তিনি টঙ্গীর প্রয়াত আহমেদ আলী মাস্টারের তৃতীয় পুত্র এবং দীর্ঘদিন ধরে শিক্ষার উন্নয়ন, চিকিৎসা এবং সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
এডহক কমিটিতে ডা. গিয়াস উদ্দিনের মনোনয়নকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা জানিয়েছেন, এটি তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি মুহূর্ত। তারা আরো আশা প্রকাশ করেছেন যে, ডা. গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও উন্নত হবে এবং বিদ্যালয়ের মানও বৃদ্ধি পাবে।
নবনির্বাচিত সভাপতি ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় এলাকার জন্য একটি গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে সৎ, দক্ষ এবং যোগ্য নাগরিক গড়ে তোলা, যারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখবে।”
এদিকে, মুদাফা এলাকা এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানটি অবহেলার শিকার ছিল, তবে এবার যোগ্য একজন ব্যক্তি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আশা করি, এর মাধ্যমে শিক্ষার মান ও প্রতিষ্ঠানের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

