Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ভোলা
জুলাই ১৮, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ভোলা

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ভোলায় অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী প্রতীকী মিনি ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

ম্যারাথনের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। সকাল ৯টায় পৌর শহরের চৌমুহনী এলাকা থেকে শুরু হয়ে এই প্রতীকী দৌড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথনে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

 

ম্যারাথন শেষে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন। এসময় তিনি বলেন, “জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের স্মরণে এমন আয়োজন আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে দেশের স্বার্থে কাজ করতে।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেস আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ চৌধুরী, শহীদ হাসানের বাবা মো. মনির, ভোলায় জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক মো. রাকিব ও যুগ্ম আহ্বায়ক মো. ইয়াছিন প্রমুখ।

 

আয়োজকরা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই অনুষ্ঠিত ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই এ প্রতীকী ম্যারাথনের আয়োজন। এটি আগামী দিনের গণতান্ত্রিক সংগ্রামে সবাইকে অনুপ্রাণিত করবে বলেও তারা মত দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।