Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাঘারপাড়ার ইউএনও একাই সামলাচ্ছেন চার দপ্তর

যশোর প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলায় একযোগে চারটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরের দায়িত্ব সামলে নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন সরকার। ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ইউএনও’র দায়িত্ব ছাড়াও উপজেলা পরিষদের প্রশাসক, বাঘারপাড়া পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি)-এর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাঘারপাড়ায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের প্রেক্ষাপটে তিনি উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পান। এরপর গত ১৭ জুলাই সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়ার বদলির পর ওই পদ এবং পৌরসভার প্রশাসকের দায়িত্বও তার কাঁধে বর্তায়।

দায়িত্বের ভার বহুগুণ বেড়ে গেলেও, ইউএনও শোভন সরকার দক্ষতার সাথে তা সামলাচ্ছেন। একাধিক দপ্তরের কাজ সমন্বিতভাবে পরিচালনার জন্য তিনি সময় ভাগ করে নিয়মিত পৌরসভা ও ভূমি অফিসে বসছেন। পাশাপাশি সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অন্যান্য প্রশাসনিক কাজও করে যাচ্ছেন তিনি। বিভিন্ন স্কুল-কলেজের সভাপতি হিসেবেও তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

তার নেতৃত্বে ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) ডিলার নিয়োগে লটারির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ফুটবল বিতরণ করা হয়েছে।

জনমুখী প্রশাসনিক পদক্ষেপ, মানবিক মনোভাব ও দায়বদ্ধতার কারণে অল্প সময়েই বাঘারপাড়াবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন শোভন সরকার।

এ বিষয়ে তিনি বলেন, “এটা রাষ্ট্রের দায়িত্ব, আমি কেবল পালন করছি। আমার নিজস্ব দপ্তরের কাজ শেষে প্রতিদিন অন্য দপ্তরগুলোতে অন্তত এক ঘণ্টা সময় দেওয়ার চেষ্টা করি। নবাগত সহকারী কমিশনার (ভূমি) যোগ দিলেই দায়িত্ব কিছুটা হালকা হবে বলে আশা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।