মফিজুল ইসলাম, ঝিনাইদহ
ঝিনাইদহ পৌর এলাকার মুরারীদহ গ্রামের শিপনের এক বিঘা পানের বরজ গভীর রাতে দুর্বৃত্তদের পরিকল্পিত সন্ত্রাসের শিকার হয়েছে। শত্রুতার জেরে ঘাস পোড়ানোর বিষাক্ত কীটনাশক ছিটিয়ে পুরো বরজ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার বিশাল ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শিপন।
শিপনের মা সখি খাতুন জানান, সোমবার গভীর রাতে জমির পানের বরজ সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। তিনি ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বরজের মালিক শিপন বলেন, “আমাদের একমাত্র জীবিকার উৎস এই পানের বরজ। রাতের আঁধারে কে বা কারা বিষাক্ত কীটনাশক ছিটিয়ে পরিকল্পিতভাবে সব পাতা পুড়িয়ে দিয়েছে। আমি ঠিকঠাক কিছু বুঝে উঠতে পারিনি। আমার বড় ভাই চার বছর আগে মারা গেছেন, তাঁর দুই মেয়ে ও স্ত্রী, অসুস্থ মা-বাবা এবং আমার স্ত্রী-সন্তান—মোট ৮ জন এই বরজের আয়ের ওপর নির্ভরশীল ছিলাম। এখন আমরা কোথায় যাবো?”
স্থানীয়রা শিপনকে একজন পরিশ্রমী মানুষ হিসেবে বর্ণনা করে বলেন, শত্রুতার জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
স্থানীয় কৃষক মহলও এ ঘটনার নিন্দা জানিয়ে এটিকে ‘কৃষকের বিরুদ্ধে সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করেছে এবং দ্রুত অপরাধীদের শাস্তির দাবিতে অঙ্গীকারবদ্ধ।
ঝিনাইদহ সদর থানার পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং তদন্ত শুরু করেছে।