Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে অ/স্ত্রসহ ডা/কাতি মা/মলার মূল আ/সামি গ্রে/ফতার

 মিলন সিদ্দিকী,ঢাকা (ধামরাই) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 মিলন সিদ্দিকী,ঢাকা (ধামরাই) প্রতিনিধি

“বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান সফলভাবে পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৮ জুলাই ২০২৫ সন্ধ্যায় ধামরাই থানাধীন সূয়াপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামী ও মূল হোতা সেলিম (৪৩) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২১ জুলাই ২০২৫ রাত ৮:৩০ মিনিটে ধামরাইয়ের পাকিস্থান বাজার এলাকায় ৮ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ স্থানীয় লোকজনের হাতে আটক হন। কয়েকজন কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ তৎপর হয়ে আসামীদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তারা সেলিমের নাম প্রকাশ করে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা রুজু হয়।

র‌্যাব-৪ এর আভিযানিক দল পলাতক আসামিদের ধরতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেলিমের অবস্থান শনাক্ত করে এবং সন্ধ্যায় সূয়াপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১টি রামদা, ১টি হাসুয়া, ১টি ছুরি, ১টি দা, ১টি খূর ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পোশাকের সেট।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।