খুলনা প্রতিনিধি
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ১৪ বছরের গৌরবময় যাত্রাকে স্মরণীয় করে রাখতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী খুলনায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, কেককাটা এবং ফুলেল শুভেচ্ছা বিনিময়।
অনুষ্ঠানের শুরুতেই মাছরাঙা টেলিভিশনের খুলনা ব্যুরোর প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামান পপলুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক মো. এনামুল হক এবং খুলনার গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন গত ১৪ বছরে দেশের গণমাধ্যম জগতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তাদের ভূমিকা গণতন্ত্র ও সামাজিক জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে খুলনার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শীর্ষস্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।