ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়ার ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে বিকাশ ও কনফেকশনারি ব্যবসার পাশাপাশি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি এলাকায় ওঁত পেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী তাকে রাস্তায় আটকায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে সঙ্গে থাকা মালপত্র ও নগদ অর্থ লুটে নেয়।
পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে সড়কে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে কালিকচ্ছ মধ্যপাড়ায় বসবাস করছিলেন। তার এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”