সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
উপজেলার ফেরিঘাট ব্রিজের নিচে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি টাকার জায়গা দখল করে রেস্টুরেন্ট গড়ে তোলার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়দানকারী সাবেক উপজেলা প্রতিনিধি রিপন, ফাইম ও সজিব নামে তিনজনের বিরুদ্ধে।
জানা গেছে, রিপন, ফাইম ও সজিব বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের পরিচয়ে সড়ক জনপথের কোটি টাকা মূল্যের জায়গা দখলের পর পাকা স্থাপনা করে রেস্টুরেন্ট তৈরি করেছেন। জমি দখল ও রেস্টুরেন্ট তৈরির পর নওগাঁর ডিসি ও সাবেক ইউএনওর নামে ‘নামফলক’ তৈরি করেছেন তারা। এরপর গত ১৪ জুলাই ‘মান্দা রিভার কোর্ট’ নামে রেস্টুরেন্ট উদ্বোধন করান সাবেক ইউএনও শাহ আলম মিয়াকে দিয়ে। সড়ক ও জনপথের (সওজ) জমিতে রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় নওগাঁ জেলা প্রশাসক আবদুল আউয়ালকে। তবে গত ১৪ জুলাই জেলা প্রশাসক আবদুল আউয়াল মান্দাতে আসলেও ‘মান্দা রিভার কোর্ট’ রেস্টুরেন্ট উদ্বোধন করতে তিনি সেখানে যাননি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মান্দার বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের তিন প্রতিনিধি এ রেস্টুরেন্টের মালিক। তাদের বাড়ি মান্দা উপজেলায় হলেও তারা এখানে থাকেন না। তারা ১০০ বছরের জন্য সওজের কাছ থেকে এটি লিজ নিয়েছেন। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা বৈষম্যবিরোধী সংগঠনের অন্য নেতারা এর নিন্দা জানিয়েছেন। শুধু জমি দখল করে ক্ষ্যান্ত হয়নি তারা। নওগাঁ রাজশাহী মহাসড়কের ফেরিঘাট ব্রিজের সাইডওয়াল কেটে রেস্টুরেন্টে নামার রাস্তা তৈরি করেছেন। ফলে ঝুঁকিপূর্ণ হয়েছে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট ব্রিজ। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দানকারী প্রতিনিধি রিপন ও ফাইম মোবাইল ফোনে বলেন, ‘আমরা রেস্টুরেন্ট করার জন্য প্রশাসনের সহযোগিতায় জায়গাটি দখল নিয়ে রেস্টুরেন্ট করেছি।’ প্রথমে জায়গাটি লিজ নিয়েছেন- এমন কথা বলার পর রিপন বলেন, ‘সড়ক বিভাগ এটি লিজ দেয়নি। জায়গাটি লিজের জন্য আবেদন করেছি। সওজ উচ্ছেদ করলে আমরা জায়গাটি ছেড়ে দেব। আর যতদিন উচ্ছেদ হবে না- আমরা রেস্টুরেন্ট পরিচালনা করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত আরেক রেস্টুরেন্ট মালিক ফাইম বলেন, উপজেলার ফেরিঘাটে সড়ক ও জনপথের মান্দা অফিসের খুব কাছে আমাদের রেস্টুরেন্ট। সওজের কর্মকর্তারা যদি অনুমতি না দেয়, তাহলে আমরাতো পাকাঘর নির্মাণ করতে পারতাম না। আমরা সেখানে যেতেই পারতাম না। সাবেক ইউএনও স্যার ও রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা রেস্টুরেন্টটি উদ্বোধন করেছি। মান্দার সকল অফিসার, ইউএনও ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বিষয়টি জানেন। কথা বলার একপর্যায়ে ফাইম উত্তেজিত হয়ে পড়েন।
রাতের বেলা সওজের জায়গাতে রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠানের একটি স্থির চিত্রতে দেখা যায়, মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইকরামুল বারী টিপু, বিএনপির শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুসুম্বা ইউপির চেয়ারম্যান নফেল আলী মণ্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টির উদ্বোধন শেষে তারা ওখানে নৈশভোজে অংশ নেন বলে জানা গেছে।
মান্দা উপজেলা সাবেক বৈষম্যবিরোধী সংগঠনের অন্য প্রতিনিধি শামীমা আক্তার সাথী ও জাকারিয়াসহ