তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস ভোলার যৌথ আয়োজনে শনিবার (২ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অভিভাবকরা।
বক্তারা ‘জুলাই’ মাসের ঐতিহাসিক গুরুত্ব, জাতির জন্য শহীদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, “জুলাই মাস শুধু শোক ও স্মৃতির নয়, নতুন চেতনায় উজ্জীবিত হবার মাস।”
অনুষ্ঠানের শেষ পর্বে ‘Mothers of July’ শিরোনামে একটি ইতিহাসভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যেখানে শহীদদের মা ও তাঁদের আত্মত্যাগের করুণ কিন্তু গর্বিত গল্প উপস্থাপন করা হয়। চলচ্চিত্রটি উপস্থিত দর্শকদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।