Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা

Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

 

‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো ঐতিহাসিক চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস ভোলার যৌথ আয়োজনে শনিবার (২ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অভিভাবকরা।

 

বক্তারা ‘জুলাই’ মাসের ঐতিহাসিক গুরুত্ব, জাতির জন্য শহীদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, “জুলাই মাস শুধু শোক ও স্মৃতির নয়, নতুন চেতনায় উজ্জীবিত হবার মাস।”

 

অনুষ্ঠানের শেষ পর্বে ‘Mothers of July’ শিরোনামে একটি ইতিহাসভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যেখানে শহীদদের মা ও তাঁদের আত্মত্যাগের করুণ কিন্তু গর্বিত গল্প উপস্থাপন করা হয়। চলচ্চিত্রটি উপস্থিত দর্শকদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।