মাসুদ রানা, চাঁদপুর জেলা প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় হামানকর্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
সাম্প্রতিক সময়ে দেশে আইন-শৃঙ্খলার অবনতি, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি এবং দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মাদকবিরোধী অবস্থানের প্রতিবাদে এবং জাতীয় নির্বাচন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু। বক্তব্যে তিনি বলেন, “গত ১৬-১৭ বছর ধরে শেখ ফরিদ আহমেদ মানিক ভাই দলের প্রতিটি দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। মিথ্যা মামলায় যারা গ্রেপ্তার হতেন, তিনি তাদের জামিন না হওয়া পর্যন্ত ঘুমাতে পারতেন না। এখন আমাদের ভাবতে হবে, আমরা কি সেই নেতাকে চাই, নাকি অন্য কোনো বসন্তের কোকিলকে?
আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা শেখ ফরিদ আহমেদ মানিককেই এমপি হিসেবে দেখতে চাই।”
তিনি আরও বলেন, “আজকের এই সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছেন, তা অন্য কোনো দলের সমাবেশে দেখা যায়নি। এটি প্রমাণ করে মৈশাদী ইউনিয়নের জনগণ বিএনপিকে এবং মানিক ভাইকে কতটা ভালোবাসে।”
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান (নজু) সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি, জেলা যুবদল, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পদে পদপ্রার্থীরা বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে সমাবেশ যোগ দেন।