Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারার বাহিরচর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি লাবলু, সাধারণ সম্পাদক রাজ্জাক

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
আগস্ট ২, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলন ঘিরে ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

 

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম। তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বিগত ১৭ বছরে কোনো গ্রহণযোগ্য নির্বাচন দেয়নি। গায়ের জোরে ক্ষমতায় থেকেছে। আজকের এই গণতান্ত্রিক সম্মেলন বিএনপির শক্তিশালী সংগঠনের প্রমাণ।”

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন জাহিদুল ইসলাম লাবলু মালিথা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুর রাজ্জাক।

 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, আহ্বায়ক ভেড়ামারা উপজেলা বিএনপি ও সাবেক পৌরমেয়র ও উপজেলা চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাজাহান আলী, সদস্য সচিব ভেড়ামারা উপজেলা বিএনপি।

 

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সভাপতি, ভেড়ামারা পৌর বিএনপি,শরিফুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি মোস্তাক আহমেদ মিন্টু, জানবার হোসেন, নুর উদ্দিন নুরু (ভিপি), গোলাম মোস্তফা ইসাহাক, জাহিদুর রহমান রঞ্জু — সবাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিশু, যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি (সভাপতিত্ব করেন)শামীম রেজা শামীম, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি সম্মেলনের সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইফুল ইসলাম রোকন, সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি। সহযোগিতায় ছিলেন সোহেল রানা ভূঁইয়া বাবু ও নজরুল ইসলাম মধু মোল্লা, জেলা কৃষক দলের সদস্য।

 

এই দ্বিবার্ষিক সম্মেলন তৃণমূল বিএনপির সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।