Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক চারজন যুবদলের কর্মী নয়: যশোর যুবদলের সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি
আগস্ট ২, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে ডাকাতির প্রস্তুতির সময় আটক চারজনকে যুবদলের কর্মী হিসেবে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে “মিথ্যা ও উদ্দেশ্যমূলক” দাবি করে প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল।

 

শনিবার (২ আগস্ট) যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা যুবদলের পক্ষ থেকে বিষয়টি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়।

 

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, “গত ১ আগস্ট মণিরামপুর পৌরসভার একটি হোটেল থেকে চারজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে খেলনা পিস্তল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এরপর কিছু গণমাধ্যমে তাদেরকে যুবদলের কর্মী বলে উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

 

তিনি আরও বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে যুবদলকে হেয় করার জন্য এসব অপপ্রচার চালাচ্ছে। আটককৃতরা যুবদলের সঙ্গে কোনোভাবেই জড়িত নন।”

 

সংগঠনের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, “যদি তারা যুবদলের কেউ হতো, তাহলে সংগঠনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। একজন বিএনপি নেতা কীভাবে নিশ্চিত হন, তারা যুবদল করে? এমন বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু ও নাজমুল হোসেন বাবুল।

 

উল্লেখ্য, ১ আগস্ট রাতে ‘রজনী নিবাস’ হোটেলের একটি কক্ষ থেকে গাংড়া এলাকার আলম খান, দুর্গাপুরের টুটুল, কদমবাড়িয়ার সাইফুল ইসলাম ও খেদাপাড়ার আবু সিনহাকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।