Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিমান দু/র্ঘটনায় নি’হত চিতলমারীর ফাতেমার ক’বর জিয়ারত করলো বিমান বাহিনী প্রতিনিধি দল

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আগস্ট ২, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ট্রেনিং বিমান দুর্ঘটনায় নিহত চিতলমারীর কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার আনিশার (৯) কবর জিয়ারত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।

 

শনিবার (২ আগস্ট) দুপুরে স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগমের নেতৃত্বে স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামানসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল কুনিয়া গ্রামে ফাতেমার বাড়িতে যান। তারা নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।

 

প্রতিনিধি দলটি ফাতেমার কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এসময় ফাতেমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তারা বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল, চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় ট্রেনিং চলাকালে একটি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার আনিশা নিহত হয়। পরদিন ২২ জুলাই সকাল ১০টায় চিতলমারীর কুনিয়া গ্রামের একটি মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।