Nabadhara
ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের ম’র্মান্তিক মৃ’ত্যু

Link Copied!

রাশিদুজ্জামান রাশেদ,কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার হাবিল সদ্দারের ছেলে বিপ্লব সরদার (৩৬) ও তার মা জোসনা খাতুন (৫২)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে মাঠে চাষ করতে যান। চাষ শেষে বাড়িতে ফেরার পথে তাদের নিজস্ব মুরগির খামারের ছিঁড়ে পড়া বিদ্যুতের তার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এতে টিলারের চালক বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন।

এ সময় খামারের ভেতরে থাকা তার মা জোসনা খাতুন ছেলের চিৎকার শুনে দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে মা ও ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা ও ছেলে নিজস্ব মুরগির খামারের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার হাবিল সদ্দারের ছেলে বিপ্লব সরদার (৩৬) ও তার মা জোসনা খাতুন (৫২)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে মাঠে চাষ করতে যান। চাষ শেষে বাড়িতে ফেরার পথে তাদের নিজস্ব মুরগির খামারের ছিঁড়ে পড়া বিদ্যুতের তার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এতে টিলারের চালক বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন।

এ সময় খামারের ভেতরে থাকা তার মা জোসনা খাতুন ছেলের চিৎকার শুনে দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে মা ও ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা ও ছেলে নিজস্ব মুরগির খামারের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।