Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে এমপিও শিক্ষক পরিষদের আহ্বায়ক বোরহান, সদস্য সচিব আজহারুল

Link Copied!

আজহারুল ইসলাম,ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

“শিক্ষক শিক্ষকের জন্য” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) ময়মনসিংহের ঐতিহাসিক জয়নুল আবেদীন পার্কে অনুষ্ঠিত এক সভায় মোঃ বোরহান উদ্দিনকে আহ্বায়ক ও আজহারুল ইসলামকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় নেতা মোঃ আনিসুর রহমান সোহাগ। তিনি বলেন, “আমি আশাবাদী, নবগঠিত এই কমিটির শিক্ষক নেতারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বঞ্চিত শিক্ষকদের অধিকার আদায় এবং একটি কার্যকর ও সুসংগঠিত প্ল্যাটফর্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়, পেশাগত সম্মান এবং উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

 

নবনিযুক্ত সদস্য সচিব আজহারুল ইসলাম বলেন, “সকলের সহযোগিতা, ভালোবাসা ও আস্থা থাকলে ইনশাআল্লাহ আমরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।”

 

এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোতাসিম বিল্লাহ পরাণ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ এনায়েত উল্লাহ, মোঃ খায়রুল ইসলাম, মোঃ মামুন বিশ্বাস, দিলরুবা সুলতানা, যুগ্ম সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ, শাকুর আহম্মাদ, রাশিদুল ইসলাম রানা, এ.কে.এম মাসুম, শরিফুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

নবগঠিত এই কমিটি ময়মনসিংহ জেলার এমপিওভুক্ত শিক্ষক সমাজের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।