নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে (কোভিড-১৯) করোনা মহামারির সংকটময় মূহুর্তে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ৩ কেজি ডাল, ১ কেজি লবন ও ২ কেজি চিনি।
আজ বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সরকারী মুকসুদপুর কলেজ মাঠে ৪ শত ৫০ জনের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইষ্ট বেংগল রেজিমেন্ট এর উপ-অধিনাক মেজর মোঃ তানজীর আহম্মদ।
এসময় লেফটেন্যান্ট সাদাফ আবরার রাইয়ান সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।