Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে উ’দ্ধার বিদেশি পি/স্তল ও গু/লি

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি,মোঃ রাশিদুজ্জামান রাশেদ
কুষ্টিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে র‌্যাব নিরলসভাবে কাজ করে আসছে।

জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন ও অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ৮ আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়া সদর থানাধীন বিআইটিসি বাজারস্থ বিআইটিসি মোড় থেকে প্রায় ২৫০ মিটার দক্ষিণে জিকে ক্যানালের পাশের ঝোপে অভিযান পরিচালনা করে।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি প্রাথমিক অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।