Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ই/য়াবাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

খুলনা প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় নৌবাহিনী ও তেরখাদা থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ধানখালি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

গ্রেফতারকৃতের নাম হাসান ভূইয়া (৩৩)। তিনি ধানখালি বাজারে ডেকোরেটরের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছিলেন বলে জানিয়েছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

 

অভিযানকালে তার দোকান থেকে ৩১ পিস ইয়াবা, একটি স্মার্টফোন, একটি দেশীয় কুড়াল, একটি হাতুড়ি, দুটি টর্চলাইট, দুটি রড এবং নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

 

স্থানীয়রা জানান, হাসান ভূইয়ার মাদক ব্যবসার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ ছিলেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অভিযানের খবর শুনে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

 

গ্রেফতারকৃত আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য তেরখাদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ মাদক ও অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।