গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
পেশি শক্তি ও কালো টাকার অবৈধ প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংখ্যানুপাতিক পি.আর. (Proportional Representation) পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, “নতুন ফ্যাসিবাদের জন্ম রোধে, ফ্যাসিবাদের বিচার ও বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে।” এ সময় তিনি কালো টাকা ও পেশি শক্তির নির্বাচনী প্রভাব প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার (৯ আগস্ট) রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) জামায়াতে ইসলামী রোকন বৈঠক (শিক্ষা শিবির) এ তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, নির্বাচনের আগে দেশ ও জাতির কল্যাণে ফ্যাসিবাদের দ্রুত বিচার, স্বৈরশাসনের আমলে ১৬ বছরে বিদেশে পাচার হওয়া কয়েক লক্ষ কোটি টাকা পুনরুদ্ধারে ব্যবস্থা নিতে হবে।
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহইয়া খালেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ড. মিজানুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর প্রমুখ।