মফিজুল ইসলাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ জেলার শৈলকুপায় বিয়ে বাড়িতে দুর্বৃত্তের হামলায় ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার হুদা কুশাবাড়িয়া গ্রামে শহিদুল ইসলাম বিশ্বাসের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
বাড়ির মালিক শহিদুল ইসলাম বিশ্বাস জানান, “আমার মেয়ে সাদিয়া খাতুনের বিয়ের বর যাত্রীদের খাওয়া-দাওয়া শেষে তারা চলে যায়। হঠাৎ রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা আমার এই বিয়ে বাড়িতে হামলা করে।
দুর্বৃত্তদের হামলায় তাঁর স্ত্রীসহ ৭ জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তামিম জানান, “রাতে হুদা কুশাবাড়িয়া গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে মারামারির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।