Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হ/ত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি

পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এই কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহত হন সাংবাদিক তুহিন। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়, যা গণমাধ্যমকর্মীদের জন্য গভীর উদ্বেগের বিষয়। রাষ্ট্র এ ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না।

 

তারা আরও বলেন, সাগর-রুনি হত্যার মতো তুহিন হত্যার ঘটনাও যাতে চাপা পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়বে। এ সময় তুহিনসহ বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম, যুগান্তর-এর জেলা প্রতিনিধি এস এম পারভেজ, আমাদের সময়-এর খালিদ আবু, ডেইলি অবজারভার-এর জিয়াউল আহসান, নিউজ টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।