মো: রমজান আলী,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮) সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা-মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নান্দাইল সাংবাদিক সমাজ এর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে মহাসড়কে সাংবাদিক শামছ ই তাবরিজ রায়হানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, রবিউল আলম ফরাজী, অরবিন্দ পাল অখিল, মোখলেছুর রহমান, আবদুল হান্নান আল আজাদ, আহসান কাদির মাহমুদ প্রমুখ।
বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “রাতের আঁধারে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন স্থানে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক তুহিনকে কলগাল গোলাপির নেতৃত্বে দোষকৃতিকারী সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
বক্তারা আরও বলেন, “সাংবাদিকদের ওপর বারবার হামলা ও হত্যার ঘটনা নতুন নয়। বিচারহীনতার কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমরা এই সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।