Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে নিজ উদ্যোগে গ্রামীণ সড়ক মেরামত

Link Copied!

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: মিলন সিদ্দিকী

ধামরাই উপজেলার ঘোড়াকান্দা–চাউনা এলাকার কবরস্থানের পূর্ব পাশের গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টি হলেই কাদায় রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ত, ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

এ অবস্থায় এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেক নিজ উদ্যোগে রাস্তার সংস্কারকাজ শুরু করেন। তার এই মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

ধামরাই প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—
“ঘোড়াকান্দা–চাউনা কবরস্থানের পূর্ব পাশে রাস্তার বেহাল অবস্থা ছিল। একটু বৃষ্টি হলেই চলাচল করা কষ্টকর হয়ে যেত। আব্দুল মালেক সাহেবের এই চিন্তা ও মানবিকতার জন্য আমার নিজ এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে তিনি নান্নার ইউনিয়নবাসীর সেবা করবেন ইনশাআল্লাহ।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা সংস্কারের ফলে এখন তাদের চলাচল অনেক সহজ হবে এবং বর্ষা মৌসুমেও কাদা-মাটি সমস্যায় পড়তে হবে না।

এ বিষয়ে সমাজসেবক মালেক সাহেব সাংবাদিকদের জানান,
“এখন গ্রামীণ রাস্তার কাজ মেম্বার চেয়ারম্যান তো অমিট, এ অবস্থায় তো মানুষ চলাচল করা কষ্ট, যার ফলে নিজের উদ্যোগেই কাজ করছি। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হল ট্রাক দিয়ে করে ফেলে, এই সমস্যা থেকে আমরা মুক্তি চাই।”

রাস্তার বিষয়ে স্থানীয় মুরুব্বী খালেক বলেন,
“চাওনা ঘোড়াকান্দার মাটির লীগের ব্যবসায়ী যারা আছে, এ রাস্তার বড় শত্রু তারা। এই রাস্তায়তে মাটির ট্রাক চলাচলের জন্য আজকে আমাদের এই দুর্ভোগ। এই দুর্ভোগ থেকে মুক্তি চাই

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।