Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তুহিন হ/ত্যাকাণ্ডের প্র/তিবাদে মৌলভীবাজারে অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সমাবেশ

জালালুর রহমান, মৌলভীবাজার
আগস্ট ৯, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

জালালুর রহমান, মৌলভীবাজার

জনসমক্ষে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রিপোর্টার আসাদুজ্জামান তুহিন খুনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-এর উদ্যোগে চৌমোহনা চত্বরে সর্বস্তরের সাংবাদিকসহ নানা পেশার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ আগস্ট (শনিবার) দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার) এবং যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ) ও চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি)।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন
মৌলভীবাজার পৌর বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার এনসিপি যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমেদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), শ্রীমঙ্গল প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, তাওহীদ ইসলাম দাবা একাডেমী-র প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মঈনুল হক (সংবাদ সারাদেশ) প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন
জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবাল, আব্দুল্লাহ আহমদ (পাতাকুড়ি দেশ), মনজু বিজয় চৌধুরী (দৈনিক জনবানী), রিপন আহমদ-১ (দৈনিক আলোকিত বাংলাদেশ), রিপন আহমদ-২ (বাংলাদেশ সমাচার), রিপন আহমদ-৩ (চ্যানেল এস), আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), বিকাশ দাশ (মোহনা টিভি), খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), বিজয় সাহা (দৈনিক একুশের সংবাদ), জাহেদুল ইসলাম পাপ্পু (কুলাউড়ার ডাক), নাসরিন প্রিয়া (সম্পাদক, এনআর মিডিয়া), শাহ মোঃ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), জুয়েল আহমদ (জে.আর. মিডিয়া), শায়েক আহমদ (দৈনিক ঘোষণা), মহসিন আহমদ (গণমুক্তি), এমরান হোসেন (দৈনিক সংবাদ প্রতিদিন), সাংবাদিক সাকিব আহমদ, সাদিকুর রহমান সাব্বির (দুর্নীতি তালাশ নিউজ টিভি), জুনেদ আহমদ (সিলেটি চ্যানেল), রকিবুল ইসলাম রকি (প্রতিদিনের কাগজ) প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হচ্ছেন। গত ৭ আগস্ট বৃহস্পতিবার এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে। অপরদিকে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে নগরীর সাহাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। মারধরের এক পর্যায়ে তাকে ইট দিয়ে আঘাত করা হয়। পাশে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাৎক্ষণিকভাবে তারা এগিয়ে আসেননি। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও চরম আতঙ্ক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।