জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় মাদারগঞ্জ উপজেলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে প্রেস ক্লাব। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—
মাদারগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশের প্রতিনিধি খাদেমুল ইসলাম, খোলা কাগজের প্রতিনিধি সাইফুল, জনকণ্ঠের শাহিন, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমান আইয়ুব, দৈনিক জনতার শামিউল ইসলাম শামিম, পল্লীকণ্ঠের বজলুর রহমান এবং আমার সংবাদের ইউসুফ আলী প্রমুখ।
বক্তারা বলেন, “একজন সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করে দেশের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত হানা হয়েছে। এটি একটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।”
তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন ও নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবি জানান বক্তারা।