Nabadhara
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হ/ত্যার প্রতিবাদে মাদারগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
আগস্ট ১০, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)

গাজীপুরে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় মাদারগঞ্জ উপজেলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে প্রেস ক্লাব। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—
মাদারগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশের প্রতিনিধি খাদেমুল ইসলাম, খোলা কাগজের প্রতিনিধি সাইফুল, জনকণ্ঠের শাহিন, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমান আইয়ুব, দৈনিক জনতার শামিউল ইসলাম শামিম, পল্লীকণ্ঠের বজলুর রহমান এবং আমার সংবাদের ইউসুফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, “একজন সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করে দেশের বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত হানা হয়েছে। এটি একটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।”

তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন ও নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবি জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।