জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)
ফেনীর সোনাগাজীতে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামে মো. সেলিমের মালিকানাধীন ছয়তলা ভবনের একটি ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম জেসমিন আক্তার জুলি (২৪)। তিনি সোনাগাজী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মানকায়েম ভূঞা বাড়ির সৌদি আরব প্রবাসী নূর করিম নোবেলের স্ত্রী এবং তিন বছর বয়সী এক পুত্র সন্তানের জননী। ঘটনার সময় তিনি শাশুড়ির সঙ্গে বাসায় ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের মো. শাহ আলমের মেয়ে জুলির সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে নোবেলের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের ঘরে সন্তান জন্ম নেয়। এরপর জীবিকার তাগিদে দুই বছর আগে নোবেল সৌদি আরব চলে যান।
নিহতের পরিবার জানায়, রোববার দুপুরে স্বামী নোবেলের সঙ্গে মুঠোফোনে কথা কাটাকাটি হয় জুলির। একপর্যায়ে তিনি অভিমানে ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরে শাশুড়িসহ স্থানীয়রা জুলিকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”