Nabadhara
ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
আগস্ট ১০, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ সাংবাদিক ফোরাম” রোববার দুপুর ১২টায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। সভাটি শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক ও যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ। মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম আহবায়ক শামীম শেখ, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মমিন, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, যুগের কন্ঠস্বর পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল আহমেদ, দৈনিক আমার সংবাদ পত্রিকা ও চ্যানেল এস এর গোয়ালন্দ প্রতিনিধি জাহিদুল ইসলাম, গোয়ালন্দ পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

সভা সঞ্চালনা করেন সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন।

বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং তার পরিবারের প্রতি সরকারকে দায়দায়িত্ব নিতে হবে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।