Nabadhara
ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরারংয়ে গণ অধিকার পরিষদের সভা ও সংবর্ধনা

এ.কে.মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১১, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

এ.কে.মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং বাজারে গণ অধিকার পরিষদ গৌরারং ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ৯টায় গৌরারং বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোসাহিদ মিল্টনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহাব উদ্দিন শিহাব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এম এ বারী সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবুর রহমান, প্রচার সম্পাদক এম এস মাসুম আহমেদ, জামালগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো: জাকির খাঁন, সাংগঠনিক সম্পাদক শেরুজ্জামান, সদর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সহ-সভাপতি আমির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে গৌরারং ইউনিয়ন গণ অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।

সংবর্ধনা ও কর্মী সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন করতে হলে এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন পড়ে না। সৎ মনোভাব ও মানুষের ভালোবাসা পেলে তা সম্ভব। তারা আরও বলেন, আশা করছি গৌরারং ইউনিয়নের আপামর মানুষ সঠিক মানুষকে খুঁজে নেবে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।