Nabadhara
ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

Link Copied!

রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ফিরোজ আহাম্মেদ মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

১১ আগস্ট সোমবার ভোর ৫টার দিকে ফিরোজ আহাম্মেদ ফজরের নামাজ পড়তে নিজ বাসা থেকে মসজিদে যাচ্ছিলেন। মিরপুর পৌরসভার সেক্টরপাড়া এলাকায় পৌঁছালে মিলন নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে ৩-৪ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, হামলাকারীরা হাতুড়ি, লোহার রড ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। তার মাথা, শরীরের বাম পাশসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে।

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “রাতের অন্ধকারে একজন সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ফিরোজ আহাম্মেদের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীরা বর্তমানে পলাতক থাকলেও তাদের আটকে পুলিশ কাজ করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।