Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
আগস্ট ১২, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সনদ ও ক্রেস্ট প্রদান।

 

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীলিপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী।

 

এর আগে সকাল সাড়ে ৯টায় বিভিন্ন যুব সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা উপজেলা নির্বাচন অফিসের সামনে গিয়ে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

 

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, “যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের মতো বৈষম্য ও অন্যায় প্রতিরোধে বিজয়ী যুব সমাজকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রয়েছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।