Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে নিখোঁজের ১২ দিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

মাদারীপুর প্রতিনিধি 
আগস্ট ১২, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পর মাটিচাপা অবস্থায় মিজান শেখ (৪৫) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল আমিন ওরফে শামীম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিজান শেখ শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের মৃত আজিজ শেখের ছেলে। গ্রেফতার নুরুল আমিন শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের গোমস্তাকান্দি গ্রামের হাসেম শেখের ছেলে। তাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুষ্টিয়ার কুমারখালি থেকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জুলাই সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান শেখ। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের খোঁজাখুঁজির পর তার স্ত্রী রহিমা বেগম ১ আগস্ট শিবচর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিজানের মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়।

 

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের জানান, যাত্রীর ছদ্মবেশে ভ্যানে উঠে নুরুল আমিন চালককে কুপিয়ে হত্যা করে এবং লাশ মাটিচাপা দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।