Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা
আগস্ট ১২, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপায় বালতির পানিতে ডুবে সাদিয়া খাতুন (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর আশ্রয়ণ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।

 

সাদিয়া ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহাগ আলী আকন্দের মেয়ে।

 

শিশুটির নানা জমির উদ্দিন জানান, সকালে বাড়ির উঠানে খেলছিল সাদিয়া। এসময় সকলের অগোচরে সে টিউবওয়েলের পাশে রাখা ভরা বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সাদিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বালতির পানিতে ডুবে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

 

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।