টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ৩ ধারায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাটগাতী ইউনিয়নের সাবেক মেম্বার মো. ফয়সাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গিপাড়া বাজার এলাকা থেকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নির্দেশে এসআই মনির হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম তাকে গ্রেপ্তার করে। ফয়সাল শেখ পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মৃত শেখ লুৎফর রহমানের ছেলে।
ওসি মো. খোরশেদ আলম জানান, ফয়সাল শেখসহ সোহেল নামে আরও একজনকে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি গত ২২ জুলাই বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ৩ ধারায় টুঙ্গিপাড়া থানায় (মামলা নং-১০) দায়ের হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকরাম হোসেন বলেন, এই ধারায় সাধারণত রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের অভিযোগে মামলা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার এজাহারে উল্লেখ রয়েছে—আসামিরা এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা জনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।
এদিকে ফয়সাল শেখের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমর্থকরা দাবি করছেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের একটি অংশ বলছে, আইন অনুযায়ী তদন্ত চলা উচিত এবং আদালতই সত্য-মিথ্যা নির্ধারণ করবে।