Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে আলম হোসেন (৫৫) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত আলম হোসেন সদর উপজেলার দহকোলা গ্রামের মৃত শহর আলী শেখের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আলম প্রতিদিন সন্ধ্যায় অফিসে যান এবং সকালে বাড়ি ফেরেন। সোমবার সন্ধ্যায় অফিসে যাওয়ার পর মঙ্গলবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা অফিসে গিয়ে খবর পান। পরে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান জানান, সকাল ৮টার দিকে ঝাড়ুদার আজিজুর রহমান অফিসে এসে আলমকে ডাকলেও কোনো সাড়া মেলেনি। বিষয়টি জানার পর পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। মরদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না, সম্ভবত ঘুমন্ত অবস্থায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।