বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ (১২ আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী ও যুব উদ্যোক্তাদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়।
যুব র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও কারসা ফাউন্ডেশন-এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন-এর সঞ্চালনায় ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রহমান সন্যামতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম।
বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক সাইফুল রহিম, কারসা ফাউন্ডেশন (সমৃদ্ধি কর্মসূচি) বাবুগঞ্জ উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, বাবুগঞ্জ (বরিশাল) এর যুব উদ্যোক্তা আতিক আল আমিন উপস্থিত ছিলেন।
তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টারস রেসপনসিবল ফর ইয়ুথ’–এ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করা হয়। পরের বছর, ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায়, কারসা ফাউন্ডেশন-এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ, আলোচনা সভার মাধ্যমে দিবসটির সমাপ্তি হয়।