Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে আওয়ামী লীগ আর নেই , সবাই বিএনপিতে: আলতাফ হোসেন চৌধুরী

Link Copied!

মোঃ কামাল হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নাই, চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে—পটুয়াখালী জেলার দুমকিতে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় দুমকি উপজেলা বিএনপির (একাংশের) মতবিনিময় সভা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

মতিউর রহমান দীপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ৫ আগস্ট ২০২৪ এর পরে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছেন তাদের নাম, ঠিকানা, ছবি আমাদের কাছে এবং দেশের সকল গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময় মতো হাটে হাঁড়ি ভেঙে দেব, তখন কেউ পালাবার পথও পাবে না।

তিনি আক্ষেপ করে বলেন, “সকল অঙ্গে ঘা, ওষুধ দিব কোথায়?”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা বায়েজিদ আহমেদ পান্না, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন, মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।