Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ওসির এক হাজার গাছ রোপণ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে ১ হাজার ঔষধি গাছের চারা রোপণের কাজ শুরু করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডল পাড়া এলাকায় রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামাণিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম এবং পৌর কৃষক দলের নেতা আলী আকবর সরদার প্রমুখ।

এ বিষয়ে ওসি রাকিবুল ইসলাম বলেন, “বৃক্ষরোপণ আমার ছোটবেলার শখ। যখন যেখানে থেকেছি, সেখানেই বৃক্ষরোপণের চেষ্টা করেছি। আমি এখানে দীর্ঘদিন থাকব না। কিন্তু আমার স্মৃতিটুকু ধরে রাখার জন্য আজ ১ হাজার ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু করলাম। এ ঔষধি গাছগুলো বড় হলে মানুষের অনেক উপকারে আসবে বলে আমি আশা করি। আমাদের সবার উচিত ফলজ বৃক্ষের পাশাপাশি কিছু কিছু ঔষধি বৃক্ষও রোপণ করা।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।