শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে ১ হাজার ঔষধি গাছের চারা রোপণের কাজ শুরু করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডল পাড়া এলাকায় রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামাণিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম এবং পৌর কৃষক দলের নেতা আলী আকবর সরদার প্রমুখ।
এ বিষয়ে ওসি রাকিবুল ইসলাম বলেন, “বৃক্ষরোপণ আমার ছোটবেলার শখ। যখন যেখানে থেকেছি, সেখানেই বৃক্ষরোপণের চেষ্টা করেছি। আমি এখানে দীর্ঘদিন থাকব না। কিন্তু আমার স্মৃতিটুকু ধরে রাখার জন্য আজ ১ হাজার ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু করলাম। এ ঔষধি গাছগুলো বড় হলে মানুষের অনেক উপকারে আসবে বলে আমি আশা করি। আমাদের সবার উচিত ফলজ বৃক্ষের পাশাপাশি কিছু কিছু ঔষধি বৃক্ষও রোপণ করা।”