Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের ম/র্মান্তিক মৃ/ত্যু

Link Copied!

এস.এম.শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার , নড়াইল

নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে নারিকেল গাছ থেকে পড়ে রাকিব শিকদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাকিব কাগজীপাড়া গ্রামের সৌদি প্রবাসী কাদের শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাকিব শিকদার তাদের বাড়ির পাশে এক প্রতিবেশীর নারিকেল গাছে ওঠে ডাব খাওয়ার জন্য। এ সময় বৃষ্টিতে ভেজা গাছের ডগায় ওঠার পর অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে তার পা ভেঙে যায় এবং বুকে ও মাথায় গুরুতর আঘাত পায়।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত রাকিবকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লীপিকা রাণী বিশ্বাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

হবখালি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা রাকিব শিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম মঙ্গলবার বিকেলে বলেন, রাকিব শিকদার নামে এক কিশোর নারিকেল গাছ থেকে পড়ে মারা গেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।