মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার বজলুর রহমান ও ৪নং ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমানসহ পাঁচজনের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার বিকালে এই ঘটনার প্রতিবাদে নেহালপুর ইউনিয়ন বিএনপি এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে কালিবাড়ি বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত সরদার, উপজেলা বিএনপির সদস্য হরিচাঁদ মল্লিক, রফিকুল ইসলাম মোড়ল, আব্দুল্লাহ আল মামুন মিন্টু প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সভার শেষে কালিবাড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেহালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ডা. বজলুর রহমান ও ফজলুর রহমানের মধ্যে গোলযোগ ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে ফজলুর রহমানের স্ত্রী তাসলিমা বেগম মনিরামপুর-কেশবপুর সেনা ক্যাম্পে অভিযোগ করেন। পরে গত ১০ আগস্ট আদালতে তাসলিমা বেগম বাদী হয়ে বিএনপি সভাপতিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।