Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বালতির পানিতে ডু’বে শিশুর মৃ/ত্যু

Link Copied!

এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইল সদর উপজেলার জঙ্গল গ্রামে বালতির পানিতে পড়ে ১৫ মাস বয়সী শিশু নাঈমার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত নাঈমা জঙ্গল গ্রামের বারেক শেখের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, বারেক শেখের বাড়ির টিউবওয়েলের নিচে একটি বালতিতে পানি ভরা ছিল। নাঈমা খেলতে খেলতে বালতির মধ্যে পড়ে যায়। তাকে কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে টিউবওয়েলের পাশে গিয়ে দেখতে পান, সে বালতির মধ্যে পড়ে রয়েছে।

সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লীপিকা রাণী বিশ্বাস বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।