খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঢাকায় একটি হত্যা মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে।
তিনি আরও জানান, বাতেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।