মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে হৃদয় নামে এক যুবকের প্রাইভেট কার থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-২৩-৮৩০৯।
পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। প্রথমে খবর পাওয়া যায় যে, একটি গাড়িতে ইয়াবা আছে। এরপর ধামরাই থানা পুলিশের ওসি (অপারেশন) দেবাশীষের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানে হৃদয়ের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
তবে তদন্তে উঠে আসে চমকপ্রদ তথ্য। ওসি (অপারেশন) মনিরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে—ঘটনাটি ছিল পুরোপুরি সাজানো। হৃদয়ের বন্ধু রনি (৩২) ইচ্ছাকৃতভাবে পুলিশকে তথ্য দিয়ে হৃদয়কে ইয়াবা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে।
পরবর্তীতে পুলিশ রনিকে আটক করে। ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “আমরা রনিকে ইয়াবাসহ আটক করেছি এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।