Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) কর্তৃক নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নীতি-নৈতিকতা ও চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়। সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে জীবনের অংশ করে তুলতে হবে।”

 

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার পথে সবচেয়ে বড় শক্তি হলো মায়ের দোয়া ও আশীর্বাদ। পাশাপাশি তিনি আইনস্টাইনের উদাহরণ টেনে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, অনুসন্ধিৎসা ও সৃজনশীলতা বৃদ্ধির পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তাফিজ আহমেদ। স্বাগত বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ বায়েজীদ আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, আইসিটি বিভাগের চেয়ারম্যান সোহেল রানা ও সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম।

 

আইসিটি, সিএসই ও ব্যবসায় প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করা হয়। দোয়া মাহফিল, জাতীয় সংগীত পরিবেশনা ও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রামাণ্য ভিডিও প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।