Nabadhara
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত

চাঁদপুর প্রতিনিধি 
আগস্ট ১৮, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি 

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। আগামী ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই সপ্তাহ উদযাপিত হবে।

 

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

 

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে আমরা অনেক সাফল্য অর্জন করলেও এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের জেলেদের মাছের গুরুত্ব বোঝাতে পারিনি, এজন্য অভিযানকালে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে কঠিন পরিশ্রম করতে হয়। ইলিশসহ সব ধরনের মাছ রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে।”

 

তিনি আরও বলেন, “চাঁদপুরে ৩৭ হাজার পুকুর রয়েছে, এর অনেকগুলো অব্যবহৃত। এগুলো ব্যবহার করলে দেশ মাছ উৎপাদনে শীর্ষ স্থানে পৌঁছাতে পারবে। পাশাপাশি নদী ও বিল-জলাশয়ে অভয়াশ্রম গড়ে তুললে মাছের প্রজনন ও সংরক্ষণ সহজ হবে।”

 

এসময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), নৌ পুলিশ সুপার (চাঁদপুর অঞ্চল) সৈয়দ মোশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত এবং মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবুল কৃষ্ণ ওঝা।

 

অনুষ্ঠানে মৎস্যচাষে সফল উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।