Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে  লকডাউনের প্রথম দিনে ঘরের বাইরে মানুষ

MEHADI HASAN
জুলাই ২৩, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জে ১৪ দিনের লকডাউনের প্রথম দিনে শহরে রিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা, মাহেন্দ্র ও মটরসাইকেল চলাচল ছিল যথেষ্ট।শহরের কিছু পয়েন্টে পুলিশ তাদের আটকিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। কাঁচা বাজার গুলোতে আগের মতো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে, লকডাউন কার্যকর করতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল টিমের টহল অব্যাহত রয়েছে।তারা সড়কে বা পাড়া-মহল্লায় অযথা ঘোরাফেরা করা মানুষদের বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন।

এদিকে, লকডাউন কার্যকর করতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল টিমের টহল অব্যাহত রয়েছে।তারা সড়কে বা পাড়া-মহল্লায় অযথা ঘোরাফেরা করা মানুষদের বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন।

দোকানদার কমলেশ সাহা বলেন, দোকান না খুললে খাবো কি ? ব্যাংকের লোন শোধ করবো কি করে। তাই চুরি করে করে খোলা রাখি।

ইজিবাইক চালক মোঃ রশিদ মোল্লা বলেন, না চালিয়ে কি করবো। সপ্তাহে কিস্তি দিতে হয়। এই ইজিবাইক লোন করে কিনেছি। তা শোধ করবো কিভাবে। তাছাড়া ৬ জনের সংসার না খেয়ে মরতে হবে।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।