Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনামসজিদে আমদানিকারকদের পেঁয়াজ সি’ন্ডিকেটমুক্ত করার দা’বি

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ । মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

এ সম্মেলনে ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইমপোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন আমদানিকারকরা । আমদানি বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকায় নেমে আসবে বলেও দাবি করেন তাঁরা।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সোনামসজিদ স্থল বন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো: একরামুল হক,এতে বলা হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়।

মাত্র দুদিন পরে আবারও অনুমতি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তবে পরবর্তীতে একটি সিন্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেওয়ার চেষ্টা করছে। এটি হলে পেঁয়াজের বাজার একটি সিন্ডিকেটের হাতে চলে যাবে। এ জন্য পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তাঁরা ।

আমদানিকারকরা দাবি করেন, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে দাম ৪০ টাকার মধ্যেই চলে আসবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন ইতি, সোনামসজিদ স্থল বন্দর আমদানিকারক গ্রুপের সদস্য আবদুল্লাহ মোমিন, মো: মাসুদ রানা, মো: সেরাজুল ইসলাম, আমদানিকারক আব্দুল আওয়াল, মো: মোশারফ হোসেন সহ অন্যরা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।