ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার সংলগ্ন কংশ নদীর বেইলি ব্রিজটি ভেঙে গিয়ে যানবাহন ও মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। তবে অনলাইন পত্রিকা নবধারা-এ সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল হোসেনের উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার করা হয়েছে।
সংস্কার কাজ শেষ হওয়ায় এখন স্বাভাবিকভাবে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে।
স্থানীয়রা জানান, হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ায় চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছিল। এতে করে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েন। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় ইউএনও উজ্জ্বল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।