কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
“অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র ও একটি পরিপূর্ণ জীবনের জন্য—গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ ও মানবিক অধিকারের দাবিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় আন্ধারমানিক নদীর তীরঘেঁষা হেলিপ্যাড মাঠ থেকে র্যালিটি শুরু হয়। আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’।
সাইকেল র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী। তারা পরিবেশ রক্ষা, মানবাধিকার এবং শান্তির পক্ষে নানা বার্তাসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
র্যালির আগে হেলিপ্যাড মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সম্পাদক অমল মুখার্জী, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু এবং ‘আমরা কলাপাড়াবাসী’র সাবেক সভাপতি নজরুল ইসলাম।
বক্তারা বলেন, “বিশ্বজুড়ে যেভাবে সংঘাত, সহিংসতা এবং পরিবেশ ধ্বংস হচ্ছে, তা একটি বাসযোগ্য পৃথিবী গড়ার পথে বড় বাধা। আমাদের এখনই সোচ্চার হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে গণহত্যা, দখল ও অরাজকতার বিরুদ্ধে।”
আয়োজকরা জানান, এই র্যালির মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সচেতন করে বিশ্বব্যাপী চলমান সহিংসতা ও পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ বার্তা ছড়িয়ে দেওয়া।